দেশপ্রেমিক সকলকে এক হয়ে ষরযন্ত্র মোকাবেলা করতে হবে ... আ.স.ম ফিরোজ এমপি

দেশপ্রেমিক সকলকে এক হয়ে ষরযন্ত্র মোকাবেলা করতে হবে    ... আ.স.ম ফিরোজ এমপি

দেলোয়ার হোসেন, বাউফল :

জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা  আ.স.ম ফিরোজ এমপি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষরযন্ত্র শুরু হয়ে গেছে। বঙ্গবন্ধুর ডাকে আমরা ৩০ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি। এই দেশ নিয়ে কারো খবরদারি করতে দেয়া কিংবা স্বাধীনতাবিরোধী কারো হাতে ছেড়ে দিতে পারি না। বাঙালি জাতি হারতে জানেনা। স্বাধীনতার পর বঙ্গবন্ধু যখন দেশকে গুছিয়ে আনতে ছিলেন তখনই দেশ-বিদেশের সহযোগীতায় স্বাধীনতা বিরোধী পাকিস্তানী দোষররা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে স্থবির করে দিয়েছিল। ওই চক্রটি একুশ বছর দেশটাকে লুটেপুটে খেয়ে নি:শ্ব করে দিয়েছিল।

বঙ্গবন্ধু কন্যা ১৯৯৬ সালে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে পাঁচ বছরের মধ্যে দেশকে উন্নয়নমূখী করেছিলেন। কিন্তু ২০০১ থেকে ২০০৫ সালে আবারো ষরযন্ত্রের শিকার হয়ে আ’লীগ ক্ষমতার বাহিরে চলে যায়। কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ ২০০৮ সালের নির্বাচনে আবারো আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা প্রদান করেন। সেই থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত দেশের মত বাংলাদেশকে নিয়ে সুদুর প্রসারী পরিকল্পণা করে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছেন এবং সরকারের ধারাবাহিকতায় দেশ আজ বিশ্বে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশে আজ পর্যাপ্ত বিদ্যুত উৎপাদন হচ্ছে, মাথাপিছু আয় বেড়েছে, দেশে সর্বকালের রেকর্ড ভেঙ্গে রিজার্ভ বেড়েছে, খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়ে রপ্তাণী হচ্ছে, মাতৃ ও শিশু মৃত্যুহার হৃাস পেয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে সবচেয়ে বেশি লোকবল বিদেশে কাজ করছে, সামাজিক নিরাপত্তায় সাধারন মানুষের আমুল পরিবর্তন হয়েছে।

দেশিয় অর্থায়ণে পদ্মা সেতু নির্মাণ করে যোগাযোগ ও অর্থনীতির আমুল পরিবর্তন করা হয়েছে। বিশ্বে যখন বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়ছে তখনই স্বাধীনতা বিরোধীদের ইন্ধনে একটি রাষ্ট্র বাংলাদেশের ওপর স্যাংশন দিচ্ছে। কিন্তু বাঙালি জাতি কোন ভয়ে মাথা নত করবে না। বাঙালি জাতি যুদ্ধ করে দেশের স্বাধীনতা এনেছে। এই দেশ কোন বিদেশি পরামর্শকের কথায় চলবে না। দেশ প্রেমিক সকলে ঐক্যবদ্ধ হয়ে এই ষরযন্ত্র মোকাবেলা করতে হবে।

রবিবার বেলা ১১ টায় বাউফল উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বায়েজিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উপজেলা সরকারি কর্মকর্তাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে আ.স.ম ফিরোজ এমপি একথা বলেন। এসময় তিনি সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে বিগত বিএনপি আমলের উন্নয়নের তুলণামূলক চিত্র তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা, ডা. এএসএম সায়েম, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক, সোনলী ব্যাংকের ম্যানেজার মো. ফরিদ উদ্দিন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা দেবাশিষ ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ইব্রাহিম ফারুক,ব াউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল প্রমুখ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাসহ সূধী মহল ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।